এসএসসি(ভোকেশনাল) -
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
3
3
বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আকৃতি একই রকম থাকলে রিভলজ্জ সেকশন এর মাধ্যমে সেকশান করে বস্তুকে দেখানো যায়। নিচের চিত্রে একটি রিভল্ড সেকশন দেখান হল।