রিমোট কন্ট্রোল অপারেশন

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
8
8

৩.১.৬ রিমোট কন্ট্রোল অপারেশন (Remote Control Operation)

এই সিষ্টেম ওয়্যারলেস বা তারবিহীন হয়। এখানে একটি ডিভাইস দিয়ে বাইনারি ডাটা গ্রো করা হয়। অপর ডিভাইস রিসিভার দিয়ে রিসিভ করে প্রসেসরে পাঠায়। প্রসেসর ঐ ডাটা থেকে তথ্য বিশ্লেষণ করে রিলেতে সিগন্যাল পাঠায়, সিস্টেম কাংখিত কাজ করে।

আমরা সাধারণত IR সার্কিট ব্যবহার করে থাকি। ইনফ্রা রশ্মি কম দূরত্বের রিসিভারে ব্যবহৃত হয়। সাধারনত রিমোট থেকে রিসিভারের দূরত্ব ৩০ ফিট (১০০ meter) হয়। RF রেডিও রিমোট কন্ট্রোল সার্কিট এর ক্ষেত্রে রিমোট ও রিসিভারের মধ্যের দূরত্ব ১০০ ফিটে ফ্রিকোয়েন্সির আদান প্রদান করে।

 

 

Content added By
Promotion