রেওয়ামিল

একাদশ- দ্বাদশ শ্রেণি - হিসাববিজ্ঞান - হিসাববিজ্ঞান ১ম পত্র | | NCTB BOOK
21
21

রেওয়ামিল হচ্ছে হিসাব বিজ্ঞানের এমন একটি ধাপ যেখানে হিসাবে শুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ লেনদেনকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপগুলোতে লিপিবদ্ধ করার পর। হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি শুদ্ধি প্রক্রিয়া এটি। লেনদেনগুলোকে প্রথমেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ও ক্রডিট দুটি পক্ষে ভাগ করে লিপিবদ্ধ করার কারণে অবশ্যই এর দুটি পক্ষের গাণিতিক দিক মিল হওয়ার কথা এটাই স্বাভাবিক। তবে অনেক সময় ভুলবশত বিভিন্ন দাখিলা বাদ পড়া বা অন্যান্য কারণে এই গড়মিল হতে পারে। সেই জন্য রেওয়ামিল এর মাধ্যমে শুদ্ধি প্রক্রিয়া করা হয়ে থাকে। 

 

রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স এর সম্পর্কে আমরা মাধ্যমিক হিসাব বিজ্ঞানে কমবেশি অবহিত রয়েছি। আজ আমরা রেওয়ামিল কিভাবে সহজে শেখা যায় এবং মনে রাখা যায় তার একটি সংক্ষিপ্ত আলোচনা করবো।

অনেক শিক্ষার্থীরা রেওয়ামিল ভুল পদ্ধতি বা মুখস্থ করে শিখে থাকে যার ফলে ঐ মুখস্থ দাখিলা ব্যাতিত ব্যাতিক্রম কোন দাখিলা প্রশ্নপত্রে আসলে কিংবা একই দাখিলার প্রতিশব্দ বা সিমিলার অর্থবহ কোন দাখিলা আসলে তখন আর পেরে উঠা হয়না। আজ আমি এর কিছু টিক্স বা কৌশল নিয়ে আলোচনা করবো।

রেওয়ামিল প্রস্তুত করার সহজ উপায়:

রেওয়ামিল হচ্ছে জাবেদা হতে প্রস্তুতকৃত খতিয়ানের হিসাব শিরোনামের ব্যালেন্স বা উদ্বৃত্ব। কিন্তু যখন পরীক্ষায় রেওয়ামিল আসে তখন কতগুলো হিসাবের ডেবিট ক্রডিট জেরের দাখিলা দেওয়া থাকে যেখান থেকে আমাদেরকে ডেবিট ও ক্রেডিট নির্বাচন করে  লিপিবদ্ধ করে রেওয়ামিল প্রস্তুত করতে হয়। 

রেওয়ামিল প্রস্তুত করার পূর্বশর্ত: 

  • প্রথমে হিসাবগুলোকে চিনতে হবে। যেমন: হিসাবটি কি দায়, আয়, সম্পদ, খরচ কিনা?
  • পরবর্তীতে এমন কিছু দাখিলা আছে যেগুলো আয় ও ব্যয় উভয়ই মনে হতে পারে, সেগুলো চেনা। যেমন কমিশন, বাট্টা ইত্যাদি।

রেওয়ামিল প্রস্তুত করার সহজ সূত্র:

১. রেওয়ামিল প্রস্তুতের সময় ডেবিট দিকে যে সকল দফা/দাখিলাগুলো যাবে: 

সকল প্রকার.....

 

# বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

আবীর এন্ড কোং-এর ব্যবসায় স্থাপনাটি নতুন করে তৈরি করে এবং এ দালানটি তৈরির জন্য ৫,০০,০০০ টাকা খরচ হয় এছাড়াও দালান রং করার জন্য আরও ২০,০০০ টাকা খরচ করে। দালানের রং খরচের জন্য মেরামত হিসাবকে ডেবিট করেছে। আসলে এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

দালানকোঠা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
দালানকোঠা হিসাব ডেবিট মেরামত হিসাব ক্রেডিট
অনিশ্চিত হিসাব ডেবিট মেরামত হিসাব ক্রেডিট
মেরামত হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট
বাদ পড়ার ভুল
পরিপূরক ভুল
নীতিগত ভুল
লেখার ভুল
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

জনাব সালামের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে- (i) নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ক্রয় হিসাবে লেখা হয়নি (ii) ধারে বিক্রয় ৭,০০০ টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি

প্রাপ্য হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ক্রেডিট
প্রাপ্য হিসাব ডেবিট ও অনিশ্চিত হিসাব ক্রেডিট
অনিশ্চিত হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ক্রেডিট
বিক্রয় হিসাব ডেবিট ও অনিশ্চিত হিসাব ক্রেডিট
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

অর্পা ৯৫০ টাকার সাপ্লাইজ ক্রয় করে সাপ্লাইজ হিসাবে ৯০০ টাকা লিখেন। তাই সাপ্লাইজ হিসাবে ৫০ টাকা কম দেখানো হয়। 

সাপ্লাইজ হিসাব ডেবিট ৫০ টাকা অনিশ্চিত হিসাব ক্রেডিট ৫০ টাকা
সাপ্লাইজ হিসাব ডেবিট ৫০ টাকা নগদান হিসাব ক্রেডিট ৫০ টাকা
সাপ্লাইজ হিসাব ডেবিট ৯০০ টাকা অনিশ্চিত হিসাব ক্রেডিট ৯০০ টাকা
সাপ্লাইজ হিসাব ডেবিট ৯৫০ টাকা অনিশ্চিত হিসাব ক্রেডিট ৯৫০ টাকা
Promotion