রেকট্যাংগেল

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
7
7

চতুর্ভূজের পলিলাইন তৈরি করতে Rectangle কমান্ড ব্যবহৃত হয় Rectangle বা RECTANG কমান্ড জ্যামিতিক, আর্কিটেকচারাল, মেকানিক্যাল সহ বিভিন্ন ড্রইং এ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। Rectangle কমান্ড প্রমোট করলে নিম্নলিখত অপশন গুলো পাওয়া যায়- 

Chamfer অপশনঃ চতুর্ভুজের চ্যাঙ্কার দুরত্ব নির্দিষ্ট করে। 

Elevation অপশনঃ চতুর্ভূজের এলিন্ডেশন নির্দিষ্ট করে । 

Fillet অপশনঃ চতুর্ভূজের ফিলেট ব্যাসার্ধ নির্দিষ্ট করে। 

Thickness অপশনঃ চতুর্ভূজের পুরুত্ব নির্দিষ্ট করে 

Width অপশনঃ চতুর্ভুজের পলিলাইন চওড়া নির্দিষ্ট করে ।

অংকন পদ্ধতি 

ব্রেকডাংগেল (Rectangle) হোম রিবনের ড্র প্যানেল: Rectangle কমান্ড লাইন: Rectangle or recy চতুর্ভুজ আঁকতে নিচের পদ্ধতি অনুসরন করো। 

১. ড্র বারে Rectangle আইকনে ক্লিক করো। 

২. চতুর্ভুজের প্রথম কৌণিক বিন্দু নির্দিষ্ট কর [অথবা চ্যাম্ফার অপশনের জন্য C / এলিভেশন অপশনের জন্য E/ফিলেট অপশনের জন্য F/ থিকনেস অপশনের জন্য T/ উইডথ অপশনের জন্য W লিখে এন্টার কর এবং প্রয়োজনীয় ডাটা দাও।

৩. দ্বিতীয় কৌণিক বিন্দু নির্দিষ্ট করা।

 

 

Content added By
Promotion