রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টুলস

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
18
18

বিশেষ কাজের জন্য বিশেষ টুলস ব্যবহার করা হয়। অর্থাৎ কাজের ক্ষেত্র ও ধরনের আলোকে বিশেষ টুলস ব্যবহার হয়ে থাকে । যেমন ইলেকট্রিক্যাল কাজের জন্য ইলেকট্রিক্যাল টুলস ব্যবহার করা হয়। অনুরূপ রেন্দ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজের জন্যেও বিশেষ কিছু টুলস ব্যবহার করা হয়। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজের জন্য যে সকল টুলস ব্যবহার করা হয় সেগুলিকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার- কন্ডিশনিং টুলস বলে ।

রেফ্রিজারেশন টুলসের প্রয়োজনীয়তা

রেগ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতির কাজসমূহ সঠিক, সুন্দর ও পূর্ণাঙ্গ ভাবে স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামত করার প্রয়োজনে রেন্ড্রিজারেশন টুলস দরকার । এমন কিছু কাজ আছে যা টুলস ছাড়া করা সম্ভব নয়। যে সকল প্রয়োজনে রেক্সিজারেশন টুলস ব্যবহার হয় তা হল- 

১। নিরাপদে কাজ করার জন্য; 

২। দক্ষতার সাথে কাজ করার জন্য; 

৩। সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সমাপ্তির জন্য; 

৪। সমর ও কাঁচামালের অপচয় রোধ করার জন্য; 

৫। গতিশীলতায় কাজ করা ও পরিচালনার জন্য ইত্যাদি ।

এছাড়া টিউবিং ও পাইপিং-এর সকল কাজ করার জন্য রেগ্রিজারেশন টুলস ব্যবহার করা হয়। যেমন- কাটিং, রিমিং, ফ্লায়ারিং সোয়াজিং, বেন্ডিং, সার্ভিসিং, চার্জিং, ভ্যাকুয়াম, সংযোজন-বিয়োজন, স্থাপন-পুনঃস্থাপন ইত্যাদি।

 

Content added By
Promotion