পারদর্শিতার মানদন্ড
(ক)ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(ঘ) কাজের ধারা
১. রেফ্রিজারেশন ইউনিটের ইলেকট্রিক কম্পোনেন্ট বিচ্ছিন্ন করো।
২. ওয়ার্কিং টেবিলে সংগ্রহিত কম্পোনেন্ট সমূহ স্থানান্তর করো।
৩. কোন কম্পোনেন্ট পরীক্ষা করতে কোন ধরণের মেজারিং টুলসের প্রয়োজন তা নির্ধারণ করো।
৪. ইনফরমেশন শীট (৩.৩.৬) এ উল্লেখিত নিয়ম অনুয়ায়ী মেজারিং টুলসের সাহায্যে কম্পোনেন্ট পরীক্ষা করে ভাল ও নষ্ট কম্পোনেন্টকে আলাদা করো।
৫. আলাদা করা নষ্ট কম্পোনেন্টের স্পেসিফিকেশন দেখে পরের পাতায় উল্লেখিত ছকটি পুরণ করো ।
৬. নষ্ট কম্পোনেন্টের পরিবর্তে নতুন কম্পোনেন্ট সংগ্রহ করো।
৭. সঠিক নিয়মে রেফ্রিজারেশন ইউনিটে কম্পোনেন্ট সমূহকে পুনঃস্থাপন করো ।
শ্রেণির তাত্ত্বিক কাজ
রেফ্রিজারেটরের ধরণ-
কাজের সতর্কতা
আত্মপ্রতিফলন
রেফ্রিজারেশন ইউনিটের ইলেকট্রিক কম্পোনেন্ট সমুহের অবস্থান শনাক্ত করে বিচ্ছিন্ন করা এবং সেগুলো টেষ্ট করে পুনঃস্থাপন করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।