রেফ্রিজারেশন ইউনিটে ব্যবহৃত যন্ত্রাংশ সমূহ চিহ্নিত করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
10
10

নির্মাতা প্রতিষ্ঠান ভেদে রেফ্রিজারেটরের কিছু কিছু যন্ত্রাংশের অবস্থান ভিন্ন হতে পারে। ৪.৬ চিত্রে একটি নন- ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরে ব্যবহৃত যন্ত্রাংশ সমূহ দেখানো হয়েছে।

 

শ্রেণির তাত্ত্বিক কাজ

নিজ বাসা অথবা বিদ্যালয়ের ইন্সটিটিউটে রেফ্রিজারেটর দেখে ৪.১.২ ইনফরমেশন শিটে উল্লেখিত কম্পোনেন্টের তালিকা হতে, রেফ্রিজারেটরের বিভিন্ন অংশ শনাক্ত ও এর অবস্থান চিহ্নিত করে নিচে দেয়া এ্যাক্টিভিটি ফর্মটিতে লিপিবদ্ধ কর।

রেফ্রিজারেটরের ধরণ:

 

Content added || updated By
Promotion