রেফ্রিজারেশন টুলসের তালিকা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
59
59

স্থাপন, সার্ভিসিং ও মেরামস্কের ইত্যাদি কাজের জন্য টুলস ব্যবহার করা হয়। তবে সকল টুলসই সব কাজে ব্যবহার হয় না, কিছু কিছু টুলস শুধু সার্ভিসিং এ ব্যবহৃত হয়। কাজের গুরুত্বের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন টুলসের তালিকা নিচে দেয়া হল-

ক্যাপিলারি টিউব কাটার (Capillary Tube Cutter) 

সুক্ষ্ম ব্যাসের ক্যাপিলারি টিউব কাটতে এই টিউব কাটার ব্যবহার করা হয়।

টিউব কাটার (Tube Cutter) 

টিউব কাটার কপার টিউব কাটার জন্য ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম টিউব ও বিভিন্ন সাইজের কপার টিউব কাটার জন্য ব্যবহার করা হয়। এটি স্টীল দিয়ে তৈরী। এতে দুইটি রোলারের সাথে একটি কাটার হুইল বা ব্লেড আছে। টিউব কাটারের নবের সাহায্যে ব্লেড সামনে ও পিছনে নেয়া যায়। কোন কোন কাটারের সঙ্গে রিমার ব্লেড আছে। এর সাহায্যে | টিউবের মুখের বাবরিগুলি পরিষ্কার বা রিমিং করা হয়।

ফ্লায়ারিং টুলস (Fluring Tools) 

এর দুইটি অংশ, একটি ইয়োক এবং অন্যটি ডাইস। একই বাসের দুইটি | কপার বা অ্যালুমিনিয়ামের টিউব অস্থায়ী ভাবে ফ্লায়ারিং নাটের মাধ্যমে জোড়া দেয়ার জন্য টিউনের মাথা ফ্লায়ারিং করা হয়। বিভিন্ন সাইজের টিউবের জন্য ভাইসে বিভিন্ন মাপের ছিদ্র করা থাকে।

সোরেজিং টুলস (Swaging Tools) 

রেফ্রিজারেশন পদ্ধতিতে দুই ধরনের সোরেজিং টুলস ব্যবহৃত হয়। 

ক। পাঞ্চ টাইপ খ। লিভার টাইপ 

এর সাহায্যে একই ব্যালের দুইটি কপার বা অ্যালুমিনিয়ামের টিউব স্থায়ী ভাবে জোড়া দেয়ার জন্য টিউবের মাথা সোয়েজিং করা হয়।

 

টিউৰ বেন্ডার (Tube Bender) 

এর সাহায্যে বিভিন্ন সাইজের কপার ও অ্যালুমিনিয়ামের টিউব বাঁকা করা হয়। টিউব বেন্ডার প্রধানত দুই প্রকার - ক) স্প্রিং টাইপ। খ) মেকানিক্যাল টাইপ।

ক) স্প্রিং টাইস টিউব বেন্ডার  (Spring Tube Bender) 

স্প্রিং টাইপ বেভারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি ইন্টার্নাল স্প্রিং বেস্তার এবং অপরটি এক্সটার্নাল স্প্রিং বেন্ডার । উভয় প্রকারই বিভিন্ন সাইজের হরে থাকে। ইন্টার্নাল স্প্রিং বেন্ডার টিউবের মাথা বাঁকা করা এবং সোজা করার জন্য ব্যবহার করা হয়। এক্সটার্নাল স্প্রিং বেন্ডার টিউবের মাঝামাঝি স্থানে বেড বা বাঁকা করার জন্য ব্যবহার করা হয়।

খ) মেকানিক্যাল টিউব বেন্ডার  (Mechanical Tube Bender) 

মেকানিক্যাল বেন্ডারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি লিঙ্কার টাইপ বেন্ডার এবং অপরটি গিয়ার টাইপ বা কম্বিনেশন লিভার টাইপ বেন্ডার । লিভার টাইপ টিউবের ব্যাস অনুপাতে বিভিন্ন সাইজের হয়ে থাকে। কম্বিনেশন লিভার-টাইপের ফর্মা এবং ব্লক পরিবর্তন করে বিভিন্ন ব্যাসের টিউবকে বেন্ড করা যায়। 

পিয়ার্সিং ভাল্ব (Plercing Valve) 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইউনিটের চার্জিং লাইন সিল/লক করা থাকলে রেক্সিজারেন্ট রিকভারি করতে এইভাল্ব ব্যবহার করা হয়।

পিঞ্চ-অফ টুলস (Pinch off Tools) 

চার্জিং লাইন সিল/লক করার জন্য ব্যবহার করা হয়। 

রিমার / ডিবুরিং টুল (Reamer Deburring Tool) 

টিউব কাটার দিয়ে টিউব কাটার পর টিউবের ভেতরের দিকে ঘটে যাওয়া অংশকে টেনে বের করে আনতে ব্যবহার করা হয়।

 

 

Content added By
Promotion