র‍্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - স্টোরেজ মিডিয়া (Storage Media) | | NCTB BOOK
37
র‍্যাম (RAM)রম (ROM)
১. রাম (RAM) এর পূর্ণনাম র‍্যানডম অ্যাকসেস মেমোরি (Random Access Memory)।১.রম (ROM) এর পূর্ণনাম রিড অনলি মেমোরি (Read Only Memory )
২. র‍্যামে ডেটা সংরক্ষণ এবং র‍্যাম থেকে ডেটা রিড (Read) সম্ভব।২. সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়। প্রয়োজনে যে কোনো সময় সংরক্ষিত ডেটা Read সম্ভব। তবে, পুনঃপুন ডেটা সংরক্ষণের সুবিধা সম্বলিত রমও রয়েছে।
৩. র‍্যাম উদ্বায়ী বা অস্থায়ী মেমোরি। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র‍্যামে সংরক্ষিত ডেটা মুছে যায়।৩. রম উদ্বায়ী নয়। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না।
৪. চলমান (Active) প্রোগ্রাম এবং পুনঃপুন পরিবর্তনশীল ডেটা র‍্যামে সংরক্ষণ করা হয়।৪. সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়ে থাকে।
Content added By
Promotion