শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সাহিত্য কনিকা - কবিতা | NCTB BOOK

বিঘে — বিঘা শব্দের চলিত রূপ। জমির পরিমাপ বিশেষ। কুড়ি কাঠা বা ১৪৪০০ বর্গফুট বা ১৩৩৪ বর্গমিটার পরিমাণ জমি।

ভূস্বামী — অনেক জমির মালিক, জমিদার।

দিঘে — দৈর্ঘ্যে, লম্বা দিকের মাপে।

পাণি — হাত।

বক্ষে জুড়িয়া পাণি — বুকে জোড় হাত রেখে অনুনয় করে।

সপ্ত পুরুষ — পূর্ববর্তী সাত বংশধর বা প্রজন্ম।

লক্ষ্মীছাড়া —· লক্ষ্মী ছেড়েছে এমন, দুর্ভাগা, ভাগ্যহীন।

ক্রুর  — নিষ্ঠুর, নির্দয়।

ডিক্রি  — আদালতের হুকুম বা নির্দেশনামা।

খত — ঋণপত্র, ঋণের দলিল।

ভূরি ভূরি — প্রচুর।

কাঙাল — নিঃস্ব, দরিদ্র।

মোহত—  মোহের ক্ষুদ্র গহ্বর।

বিশ্বনিখিল — গোটা দুনিয়া, সমগ্র পৃথিবী।

হেরিলাম — দেখলাম 

ধাম — তীর্থস্থান।

ভূধর — পর্বত, পাহাড়।

নমো নমো নম — নমস্কার, বন্দনাজ্ঞাপক অভিব্যক্তি বিশেষ।

সমীর — বাতাস, বায়ু।

ললাট — কপাল।

খেলাগেহ — খেলাঘর।

নিশীথ — গভীর রাত।

নিশীথ শীতল স্নেহ — হৃদয়জুড়ানো গভীর মমতা।

প্রহর — তিন ঘণ্টা কাল, দিনরাত্রির আট ভাগের এক ভাগ।

গোলা — শস্য রাখার মরাই বা আড়ত।

তৃষাতুর — পিপাসা বা তৃষ্ণায় কাতর।

পঁহুছিনু — পৌঁছে গেলাম।

লভিল — লাভ করল, পেল।

উড়ে — ভারতের উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক।

কলরব — কোলাহল, হট্টগোল, হৈচৈ।

পারিষদ — মোসাহেব, পার্শ্বচর।

ঘটে — মাথার মগজে, এখানে ভাগ্যে অর্থে ব্যবহৃত।

Content added By

আরও দেখুন...

Promotion