শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (দাখিল) - সাহিত্য কণিকা (বাংলা) - কবিতা | | NCTB BOOK
1

রক্তে রাঙানো  — বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল।

অশ্রু-গড়া — চোখের পানিতে নির্মিত।

বসুন্ধরা — পৃথিবী।

ক্রান্তি — পরিবর্তন।

লগন — লগ্ন, উপযুক্ত বা শুভ সময়।

অলকানন্দা — একটি ফুলের নাম।

ওরা গুলি ছোড়ে — এখানে পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর তারা গুলি ছুড়েছিল।

Content added || updated By
Promotion