শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সাহিত্য কনিকা - গদ্য | NCTB BOOK

দিব্যি  চমৎকার। আশাতীতভাবে।

সংশয় — সন্দেহ। দ্বিধা।

গহনা  অলংকার।

অনাদৃত — অবহেলিত। উপেক্ষিত। গুরুত্ব দেওয়া হয়নি এমন

বিচুলি গাদা  ধানের খড়ের স্তূপ।

নাটমন্দির  দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় ।

বোষ্টম  হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব।

অপ্রতিভভাবে  বিব্রত বা লজ্জিতভাবে।

পত্রপাঠ বিদায়  তৎক্ষণাৎ বিদায়।

চৌকিদার — প্রহরী।

কাপালি  তান্ত্রিক হিন্দু সম্প্রদায়।

চণ্ডীমণ্ডপ — যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয়।

দণ্ডবৎ‍ — মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম।

আড়ি — ধান, গম ইত্যাদির পরিমাপবিশেষ। ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র।

Content added || updated By

আরও দেখুন...

Promotion