শব্দের মিল-অমিল খুঁজি

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বাংলা - Bangla - শব্দ বুঝি বাক্য লিখি | | NCTB BOOK
29

নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল বা অমিল আছে, উল্লেখ করো।

(ক) অন্য মানুষের অন্ন চিন্তায় তাঁর ঘুম হয় না। 

(খ) আশা করছি শীঘ্রই তাদের আসা হবে। 

(গ) কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে, জানি না। 

(ঘ) সাধ হলো তরকারির স্বাদ চেখে দেখি! 

(ঙ) লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে?

 

 

 

সমোচ্চারিত ভিন্ন শব্দ

 

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এগুলোকে সমোচ্চারিত ভিন্ন শব্দ বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

 

নিচে কিছু সমোচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া হলো।

 

Content added || updated By
Promotion