সংক্রামক রোগ

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | | NCTB BOOK
2

সংক্রমণ রোগ (Infectious Diseases)

ক) খাদ্য ও পানিবাহিত: আমাশয় কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, পোলিও, হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-ই প্রভৃতি।

খ) বায়ুবাহিত: হাম, ইনফ্লুয়েঞ্জা, গুটিবসন্ত, জলবসন্ত, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুপিং কাশি, মেনিনজাইটিস, মাম্পস, সার্স প্রভৃতি।

গ) ছোঁয়াচে: স্ক্যাবিস, কুষ্ঠ, হার্পিস প্রভৃতি।

ঘ) যৌন সংস্পর্শ: এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, গনোরিয়া, সিফিলিস প্রভৃতি।

ঙ) রক্ত: এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি প্রভৃতি।

চ) পতঙ্গবাহিত: যে সকল পতঙ্গ অন্য একটি জীবের দেহের জীবাণু সংক্রমণ ঘটায় তাদেরকে ভেক্টর বলে। যেমন-মশা-মাছি উকুন প্রভৃতি।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

এইডস

ডায়াবেটিস

উচ্চরক্তচাপ

ক্রনিক রেনাল ফেইলিউর

যক্ষ্মা
নিউমোনিয়া
উচ্চ রক্তচাপ
আমাশয়
এইডস
উচ্চ রক্তচাপ
ডায়াবেটিস
রেনাল ফিইলিউর
Promotion