এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা তার, ক্যাবল, ক্যাবলের বিভিন্ন প্রকার কোড, তারের কারেন্ট বহন ক্ষমতা (২.৪.৪-এ উল্লেখিত চার্ট) সম্পর্কে জানতে পারব ।
ইন্সুলেশন বিহীন অথবা বিশেষ ধরনের ইন্সুলেশন দিয়ে আচ্ছাদিত এক খেই অথবা বহু খেই বিশিষ্ট অল্প কারেন্ট বহনকারী পরিবাহীকে তার বলে ।
তারের প্রকারভেদ
তার সাধারণত দুই প্রকার-
রজ্জু তারের সুবিধা-
তারের সাইজ
ইলেকট্রিক্যাল কাজের জন্য তারের সাইজ নির্ধারন করতে হয়। অন্যথায় ইলেকট্রিক লোডের কাজের ব্যাঘাত ঘটতে পারে। তারের সাইজ গেজ (SWG) নাম্বারের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন ৩/২২, ৩/১৮, ১/১৮, ৭/১৮:, ৭/২২ ইত্যাদি। ৩/২২ এর অর্থ উক্ত তারের মধ্যে তিনটি খেই আছে যার প্রতিটি খেই ২২ গেজের। আবার তারের ডায়ামিটার ইঞ্চি অথবা মিলিমিটারের হতে পারে। যেমন ৩/২৯”, ৩/.৩৬” এবং ১/১.৪”, ১/১.৮” ইত্যাদি। ৩/০.২৯” বলতে বোঝায় উক্ত তারে তিনটি খেই এবং প্রতি খেই এর ডায়মিটার .২৯ ইঞ্চি । বর্তমানে ঘরবাড়ি এবং অফিস আদালতে ওয়্যারিং এর জন্য যে ক্যাবল ব্যবহার করা হয় তার সাইজ এভাবে লেখা হয়। যেমন ১.৫ mm2, ২.৫ mm2, ৪.০ mm2 ইত্যাদি।
তারের ব্যবহার
তার সাধারনত ট্রান্সমিশন এবং ডিষ্ট্রিবিউশন ওভারহেড লাইনে, আর্থিং, গাই, মোটর এবং ট্রান্সফরমারের কয়েলে এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ইন্সুলেশন যুক্ত এক খেই বা বহু খেই বিশিষ্ট বেশি কারেন্ট বহনকারী পরিবাহীকে ক্যাবল বলে। সংক্ষেপে ইন্সুলেশন যুক্ত কন্ডাক্টরকে ক্যাবল বলে। এ জাতীয় ইন্সুলেশনের জন্য সাধারণত পি. ভি. সি প্লাস্টিক ইন্সুলেশন, পেপার ইন্সুলেশন, সুপার টাফ রাবার ইন্সুলেশন, ওয়েদার পুরুফ ইন্সুলেশন ব্যবহৃত হয়ে থাকে ৷
ক্যাবলের প্রকারভেদ
কোর অনুযায়ী ক্যাবল পাঁচ প্রকার-
ক্যাবলকে স্থাপন এবং গঠন অনুযায়ী দু'ভাগে ভাগ করা যায়-
আবরণের দিক থেকে ক্যাবলের প্রকারভেদ
ভোল্টেজের বিচারে ক্যাবল ৫ প্রকার-
ক্যাবলের সাইজ
মিলিমিটারের মান অনুযায়ী ক্যাবলের সাইজ-
ইঞ্চির মান অনুযায়ী ক্যাবলের সাইজ -
তার ও ক্যাবলের মধ্যকার পার্থক্য
BDS-Bangladesh Standard
BS - British Standard
ECC-Earth Continuty Conductor
Re - Conductor of Single Solid Wire of Circular Cross Section
Rm - Conductor of Multiple Stranded Wires of Circular Cross Section
Sm - Conductor of Multiple Stranded Wires of Sector Shaped Cross Section
ক্যাবলের কোড (Cable Codes )
Read more