সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বাংলা - Bangla - শব্দ বুঝি বাক্য লিখি | | NCTB BOOK
5

নিচের দশ জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দজোড়গুলো থাকে। যেমন-আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য: আধা কেজি আদা কিনলাম।

 

কাঁচা ও কাচা, কাঁদা ও কাদা, দিন ও দীন, দীপ ও দ্বীপ, বিত্ত ও বৃত্ত, নভ ও নব, শব ও সব, শয্যা ও সজ্জা, শোনা ও সোনা, হার ও হাড়।

 

Content added || updated By
Promotion