সম্প্রীতি মেলা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | | NCTB BOOK
19
19

উপহার ৫৫-৫৬

সম্প্রীতি মেলা

 

শিক্ষক ও সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রার্থনার মাধ্যমে সেশনটি শুরু করো।

প্রিয় শিক্ষার্থী, এ সেশনে তোমরা একটা মেলার আয়োজন করবে। এ জন্যে তোমরা প্রধান শিক্ষক, অষ্টম শ্রেণির সকল ধর্মীয় বিষয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে মেলার দিন, সময় ও স্থান নির্ধারণ করো। মেলা শেষে একটি দেয়ালিকা তৈরি করে শ্রেণিকক্ষে উপস্থাপন করতে হবে।

 

 

পরিকল্পনা

মেলায় কয়টি স্টল বসবে, স্টলগুলোতে কী কী থাকবে সেই বিষয় আলোচনা করে তোমরা একটি পরিকল্পনা তৈরি করো। মেলায় তোমার কী ভূমিকা থাকবে তাও জেনে নেবে। মেলা থেকে অর্জিত অর্থ তোমরা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশুনার খরচ হিসেবে সহযোগিতা করবে। তাছাড়া, অবশিষ্ট অর্থ প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের জন্যে ব্যয় করবে।

 

 

আমন্ত্রণপত্র

 

তোমাদের মা-বাবা, অভিভাবক, ভাই-বোন, আত্মীয়-স্বজনকে মেলায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ দিবে। শিক্ষক আমন্ত্রণপত্র সরবরাহ করবেন। তোমরা তোমাদের মা-বাবা, অভিভাবক, ভাইবোন, আত্মীয়-স্বজনকে বলো যে তারা নির্দিষ্ট দিনে মেলা উপভোগ করতে পারবেন। মেলায় প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে আমন্ত্রণ করো।

 

মেলার দিন

মেলা শুরুর পূর্বে তোমাদের কোনো সহযোগিতা লাগে কী না তা জেনে নেবে। তোমরা যারা মেলার আয়োজন করছো সকলে মেলার দিন অবশ্যই উপস্থিত থেকো। মেলার উপকরণ, সাজসজ্জা, আমন্ত্রিত অতিথিদের আসন ব্যবস্থা ও আনুষঙ্গিক বিষয়াদি ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে।

 

মেলার শুরুতে তোমরা শিক্ষকের নির্দেশনা অনুসারে নিজেদের পরিচয় দেবে। আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীর মা-বাবা, অভিভাবকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবে। তোমরা কয়েকজন মেলা পরিচালনার দায়িত্ব নেবে। প্রধান অতিথিকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্যে আহবান করো। তোমরা প্রয়োজনে শিক্ষকের কাছাকাছি থেকে মানসিক শক্তি নেবে। তোমরা কেউ ভয় পাবে না। মেলা পরিচালনার সময়ে সকলের সাথে ভালোভাবে কথা বলো ও ব্যবহার করো। দর্শকরা যেন শৃঙ্খলার সাথে ও শান্তিপূর্ণভাবে মেলায় অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করো।

মেলা শেষে

মেলা আয়োজনে অংশগ্রহণকারী সহপাঠী, আগত অতিথি, মা-বাবা, অভিভাবকগণকে ধন্যবাদ জানাবে। তোমরা সকলের উদ্দেশ্যে বলো যে খ্রীষ্টধর্মে পবিত্র বাইবেলে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার জন্যে পরমতসহিষ্ণু হওয়ার কথা বলা হয়েছে, আমরা এই মেলার মাধ্যমে তা উপস্থাপন করার চেষ্টা করেছি।

 

 

দেয়ালিকা তৈরি ও উপস্থাপন

 

বাইবেলের শিক্ষা এবং সম্প্রীতি মেলার আলোকে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার জন্যে কী কী ভাবে পরমতসহিষ্ণু হতে পারো সেগুলোর সমন্বয়ে দলগতভাবে একটি দেয়ালিকা তৈরি করো। দেয়ালিকাটি তৈরি করার জন্যে বাড়ি থেকে মনীষীদের উক্তি, কবিতা, গল্প এবং স্বরচিত গল্প ও কবিতা প্রস্তুত করে এনো। দেয়ালিকাটি তৈরি হলে শ্রেণিকক্ষে তা উপস্থাপন করো।

 

শিক্ষক ও সহপাঠীদের ধন্যবাদ জানিয়ে সেশনটি শেষ করো।

 

Content added || updated By
Promotion