সলিডের হাফ সেকশন করা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
7
7

সলিডের হাফ সেকশন করা (Half Section of Solids)

সলিডের হাফ সেকশন করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে- 

> SW Isometric ভিউপোর্ট প্রবেশ করার জন্য Vpoint কমান্ড দিয়ে - ১, ১, ১ লিখে এন্টার করতে হবে।

> এখন, Section কমান্ড লিখে এন্টার করলে নির্দেশ আসবে- 

Select objects: অবজেক্ট সিলেক্ট করলে নির্দেশ আসবে- 

> Specify first point on the section plane by [ Object / Zaxis/View/XY/YZ/ZX/3 points] <3 points> : XY লিখে এন্টার করলে নির্দেশ আসবে-

> Specify a point on the XY-plane <0,0,0>: XY তলের উপর একটি বিন্দু নেওয়ার সাথে সাথে XY তলের সমান্তরাল কিন্তু YZ তলের সাথে লম্বাভাবে একটি কাটিং তল তৈরি হবে। আবার এন্টার করলে Section কমান্ড ফিরে আসবে। পুনরায় এন্টার করলে নির্দেশ আসবে-

> Select objects: অবজেক্ট সিলেক্‌ট করে এন্টার করলে নির্দেশ আসবে-

> Specify first point on the section plane by [ Object / Zaxis/View/XY/YZ/ZX/3 points] <3 points>: XZ লিখে এন্টার করলে নির্দেশ আসবে-

> Specify a point on the YZ-plane <0, 0, 0> : YZ তলের উপর একটি বিন্দু নেয়ার সাথে সাথে YZ তলের সমান্তরাল কিন্তু XY তলের সাথে লম্বাভাবে একটি কাটিং তল তৈরি হবে।

সেকশন কমান্ড দিয়ে তৈরিকৃত কর্তৃত তল দুইটিকে Slicing কমান্ড অপশনের অবজেক্ট হিসেবে নিয়ে দুই বার কর্তন করলে হাফ সেকশন পাওয়া যাবে। (চিত্র নং-৭.১৫) হাফ সেকশন তৈরি করার নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- 

Command: Slicing 

Select objects: অবজেক্ট সিলেক্ট করলে নির্দেশ আসবে-

Specify first point on slicing plane by [Object/Zaxis/View/XY/YZ/ZX/3points] << points: object লিখে এন্টার করলে নির্দেশ আসবে-

Select a circle, ellipse are 2D spline, or 2D - polyline: লম্বা দিকের কাটিং প্লেনটি সিলেক্ট করলে নির্দেশ আসবে-

Specify a point on desired side of the plane or [ keep both sides ]: both লিখে এন্টার করলে স্নাইসিং হবে এবং উভয় অংশ দেখা যাবে। আবার এন্টার করলে slicing কমান্ড আসবে। পুনরায় এন্টার করলে নির্দেশ আসবে-

select objects: অবজেক্ট সিলেক্ট করলে নিৰ্দেশ আসবে- 

Specify first point on slicing plane by [ object/Zaxis/View/XY/YZ/ZX/3points] = 3 points: object লিখে এন্টার করলে নির্দেশ আসবে-

Select a circle, ellipace, arc, 2D spline, or 2D - polyline: চওড়া দিকের কাটিং প্লেনটি সিলেক্ট করলে নির্দেশ আসবে-

Specify a point on desired side of the plane or [ Keep both sides]: both লিখে এন্টার করলে স্লাইসিং হবে এবং উভয় অংশ দেখা যাবে।

 

Union এর ব্যবহার (Use of Union Command)

Union করা বা জোড়া লাগানো: 

১। Union কমান্ড নিয়ে এন্টার করলে নির্দেশ আসবে- 

২। Select object: বস্তুগুলো সিলেক্ট করে এন্টার করলে বস্তুগুলো জোড়া লেগে একক বস্তুতে রূপান্তরিত হবে।

Union কমান্ড ব্যবহার করে অনেকগুলি অংশকে একত্রিত করা।

Union করা বা জোড়া লাগানো- 

১। Union কমান্ড নিয়ে এন্টার করলে নির্দেশ আসবে- 

২। Select object: বস্তুগুলো সিলেক্ট করে এন্টার করলে বস্তুগুলো জোড়া লেগে একক বস্তুতে রূপান্তরিত হবে।

 

 

Content added By
Promotion