সাইজিং -এর রেসিপি নির্বাচন

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
6

সংজ্ঞা : 

রেসিপি

সাইজিং করার জন্য সাইজের কোন উপাদান নেওয়া হবে এবং উপাদানের কোনটি কতটুকু পরিমাণ নেওয়া হবে এটাই সাইজিং -এর রেসিপি। সাইজিং -এর রেসিপি নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ ঃ 

• যে সুতাকে সাইজিং করা হবে তার ধরন 

• উপকরণের মূল্য 

• ভিসকোসিটি অর্থাৎ আঠালোভাবে স্থায়িত্ব 

০ আঠালো জাতীয় পদার্থ 

০ ডিসাইজিং -এর সময় সহজেই অপসারণের যোগ্যতা

উপরোক্ত মাড় দ্রবণ বা পেস্ট সাধারণত ১০০ ভাগ কটন সুতার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। 

সতর্কতা 
০ সাইজের নির্বাচনে সঠিক উপাদান বাছাই করা। 
০ আঠালো উপাদান ও প্রতিষেধক উপাদান যেন সঠিক হয়। 

উপসংহার /মন্তব্য

Content added By
Promotion