সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - হিসাববিজ্ঞান - খতিয়ান | | NCTB BOOK
1

২০১৭ সালের মার্চ ১ তারিখে জনাব শাহীন নগদ ১,০০,০০০ টাকা নিয়ে শাহীন ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করলেন । উক্ত মাসে তার ব্যবসায়ে অন্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:

মার্চ   ২    আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা
মার্চ   ৩    পণ্য বাকিতে ক্রয় ৩০,০০০ টাকা
মার্চ   ৫    পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা
মার্চ   ৮     বহিঃফেরত ২,০০০ টাকা
মার্চ   ১২   পাওনাদারকে পরিশোধ ১০,০০০ টাকা
মার্চ   ১৮   ব্যাংকে হিসাব খোলা হলো ১৫,০০০ টাকা
মার্চ   ২২   পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৮,০০০ টাকা
মার্চ   ২৫   শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ৬,০০০ টাকা
মার্চ   ২৮   কর্মচারীদের বেতন পরিশোধ ৫,০০০ টাকা
উপর্যুক্ত লেনদেনসমূহের জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ানে স্থানান্তর ও উদ্বৃত্ত নির্ণয় কর ।

হিসাবের তালিকা

  1. নগদান হিসাব
  2. মূলধন হিসাব
  3. আসবাবপত্র হিসাব
  4. ক্রয় হিসাব
  5. বিবিধ পাওনাদার হিসাব
  6. বিক্রয় হিসাবব
  7. হিঃফেরত হিসাব
  8. ব্যাংক হিসাব
  9. বেতন হিসাব

 

 

Content added By
Promotion