সিটিবিটি (CTBT) ১৯৯৬

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
3

বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের ৫১তম অধিবেশনে এই চুক্তি গৃহীত হয়। দুখের বিষয় হলো এ চুক্তি এখনো কার্যকর করা সম্ভব হয়নি।

 

  • CTBT- Comprehensive Nuclear-Test-Ban Treaty.
  • স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালে। 
  • CTBT চুক্তি উত্থাপন করে- অস্ট্রেলিয়া
  •  স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
  • স্বাক্ষর করেও অনুমোদন দেয়নি- যুক্তরাষ্ট্র, চীন, ইসরাইল, ইরান ও মিশর।
  • বাংলাদেশ দক্ষিণ এশিয়ার CTBT অনুমোদনকারী প্রথম দেশ।
  • বাংলাদেশ ২৮তম দেশ হিসাবে CTBT চুক্তি স্বাক্ষর করে- ১৯৯৬ সালে এবং অনুমোদন করে- ২০০০ সালে।
Content added By
Promotion