স্ক্রল কম্প্রেসর ( Scroll Compressor )
কার এয়ারকন্ডিশনিং-এ স্ক্রল কম্প্রেসরের ব্যবহার খুব বেশি পুরনো নয়, তবে ইদানিং এ কম্প্রেসরের ব্যবহার বাড়ছে। এই কম্প্রেসরে একজোড়া নেটিং ভলিউট থাকে, যার একটি ফিক্সড এবং অপরটি এসেনট্রিক মোশন দিয়ে চালিত হয়। এতে একটি সুপার চার্জার থাকে, যাতে হিমায়ক সঞ্চালনে কম্প্রেসর খুবই দক্ষতার সাথে কাজ করে। চিত্র ৩.১৮ এ স্ক্রল কম্প্রেসর দেখানো হয়েছে-
স্ক্রল কম্প্রেসর কার এয়ারকন্ডিশনিং-এর হিমায়ন সিস্টেমে চিত্র অনুযায়ী দু'টি ভলিউট টার্নে হিমায়ক সরবরাহ করে। প্রতিটি ডব্লিউট ওয়েল্ডড হারমেটিক শেষ বিদ্যমান থাকে, যা কম্প্রেসর মোটরকে চালনা করে। সাকশন গ্যাস পিস্টনের মাধ্যমে এ শেলের মধ্যে অবস্থান করে। চিত্রানুযায়ী- ডলিউট খোলা থাকায় সাকশন গ্যাস কম্প্রেসরের অভ্যন্তরে প্রবেশ করে অতঃপর গ্যাসসমূহ সংকোচন করে তখন মুভিং ভলিউট বা পথ বন্ধ থাকে, ফলে চাপ বৃদ্ধি পায় এবং এখানে গ্যাসসমূহ অধিক চাপে ডিসচার্জ পোর্ট দিয়ে ডিসচার্জ লাইনে চলে যায়, অর্থাৎ কনোরে চলে যায়।
স্ক্রল কম্প্রেসরে অয়েলবিহীনভাবে সিস্টেম হিমায়ক সরবারহ করা যায়। এতে খ্রাস্ট বিয়ারিং থাকে বিধায় কম্পন কম হয়। এ কম্প্রেসরে হিমারক ধীরে ধীরে সংকুচিত হলেও দৃঢ়তার সাথে স্থির টর্কের মাধ্যমে হিমায়ক সঞ্চালন করা যায়। এর সিলিং ডিভাইস খুবই কার্যকরি বলে মডার্ন কার এয়ারকন্ডিশনিং সিস্টেমে সিএফসি ফ্রি হিমায়ক সরবরাহে অধিক কার্যকরি ভূমিকা পালন করে।
Read more