স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3
3

স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বলতে বুঝায় কোনো সংস্থা কর্তৃক ধাপে ধাপে প্ৰকাশিত নির্দেশাবলী বা এক গুচ্ছ নির্দেশনা যা ঐ সংস্থার কর্মীদের প্রতিদিনের কাজকর্ম করতে সহায়ক ভূমিকা পালন করে। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির মূল লক্ষ্য হলো মানসম্মত উৎপাদন নিশ্চিত করা, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি দুর করা এবং শিল্পক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলী মেনে চলা। অন্য ভাবে বলা যায় যে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOPa) এমন একটি পদ্ধতি যা 'সর্বোত্তম অনুশীলন' নথিভুক্ত করে তাই এটি সকলের জন্য স্পষ্টভাবে বোঝা যায়। এ পদ্ধতিতে যে সকল সুবিধা রয়েছে তা নিম্নরূপ:-

  • একটি কাজ করার সর্বোত্তম উপায় স্পষ্টভাবে প্রদর্শন করে। 
  • প্রসিডিউরগুলোর ত্রুটি কমিয়ে গুণগতমান বজায় রাখতে সাহায্য করে। 
  • যে সকল কর্মী কাজ সম্পাদন করেছে তাদের কাজের মানের ধারাবাহিকতা নিশ্চিত করে।
  • স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণের ফলে সম্পদ এবং সময় যথাসম্ভব দক্ষতার সাথে ব্যবহার করা হয় ফলে অপচয় কম হয়।
  • কর্মীদের প্রশিক্ষণ এবং নির্দেশনা প্রদানে সহায়তা করে।

 

Content added || updated By
Promotion