হলোকাস্ট

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1
  • পরিচয়ঃ  জার্মান নাৎসি এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের উপর পরিচালিত গণহত্যার নাম হলোকাস্ট।
  • সময়সীমাঃ ১৯৪১-১৯৪৫ খ্রিষ্টাব্দ।
  •  উদ্দেশ্য: ইহুদিদের জাতিগত নিধন।
  • নিহত ইহুদির সংখ্যা: প্রায় ৬০ লাখ। 
  •  হলোকাস্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল: ১৮৯৫ সালে আর্মেনিয়ায় হামিদিয়ান গণহত্যার সময়। 
  •  ইহুদি নিয়ে জার্মান আইনের নাম: 'ন্যুরেমবার্গ ল' বা 'রাইখ নাগরিকত্ব আইন । এই আইন অনুসারে, “জার্মানি শুধু জার্মান বংশোদ্ভূতদের।”
Content added By
Promotion