এসএসসি(ভোকেশনাল) -
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
5
5
হাফ সেকশান (Half Section):
হাফ সেকশান বস্তুকে আনুভূমিক বা উলম্ব তল বরাবর অথবা বস্তুর টপ ভিউয়ের এক চতুর্থাংশ কেটে সরিয়ে নিলে পিছনের অংশ সামনে থেকে দেখলে যেমনটি দেখা যায় তাকে হাফ সেকশান বলে। নিচের চিত্রে একটি হাফ সেকশান দেখানো হয়েছে।