২ ডি মেকানিক্যাল ড্রয়িং

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশ সঠিকভাবে মাপ ও নোট সহকারে বিভিন্ন ভিউ অংকনের মাধ্যমে উপস্থাপনের জন্য মেকানিক্যাল কম্পোনেন্ট ড্রয়িং করা হয়। মেকানিক্যাল কম্পোনেন্ট ড্রয়িং বা ড্রাফটিং এর সাহায্যে ভী ব্লক, মোড, বোল্ট, নাট, শ্যাফট, পুলি, রিভেট, পিয়ার, স্প্রিং ইত্যাদি অংকন করা যায়। উক্ত কম্পোনেন্ট গুলো দেখার জন্য সেকশন ভিউ ও অক্সিলারি ভিউ অংকন করার প্রয়োজন হয়।

ভী ব্লক (V-Block) 

 

V-Block অংকনের জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে- 

১। প্রথমেই ভী ব্লকটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার মাপ অনুসারে Rectangle command নিয়ে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ সেট করতে হবে। (চিত্র-১)

২। ভিউগুলো Explode command এর সাহায্যে Explode কর। 

৩। প্রয়োজনীয় যাগ অনুসারে offset command ব্যবহার করে চিত্রানুসারে অফসেট করতে হবে। (চিত্র-২)

৪। অপ্রয়োজনীয় অংশগুলো Trim command ব্যবহার করে ট্রিম করতে হবে। (চিত্র-৩)   

৫। লাইন টাইপ চেইঞ্জ করে হিডেন লাইন অংকন করতে হবে। (চিত্র-8) 

৬। ডায়মেনশন দিয়ে জবটি সম্পন্ন করতে হবে। (চিত্র-৫)

 

 

Content added By

আরও দেখুন...

Promotion