৩.৩.৩ ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হওয়ার কারণ

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

৩.৩.৩ ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হওয়ার কারণ The reason for the loss of effectiveness of the vaccine 

বিভিন্ন কারণে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। যেমন-

  • ভ্যাকসিনেশনে ব্যবহৃত সিরিঞ্জ, নিডল, ড্রপার যদি জীবাণুমুক্ত না হয়। 
  • ভ্যাকসিনের মাত্রা যদি নির্দেশিত মাত্রার চেয়ে খুব কম বা খুব বেশি হয়।
  • ক্লোরিনযুক্ত পানিতে ভ্যাকসিন গুলানো হলে । 
  • নির্দিষ্ট ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট ডায়লুয়েন্ট (পানি) ব্যবহার না করলে ।
  • ভ্যাকসিন যদি শরীরের মধ্যে ঠিকভাবে প্রবেশ না করে । 
  • বুস্টার ডোজ না দিলে ।
  • মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহার করলে। 
  • নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ বা পরিবহন না করলে। 
  • রোগাক্রান্ত পাখিতে ভ্যাকসিন প্রদান করলে।
  • খাদ্যে মাইকো টক্সিন এবং আফলা টক্সিন থাকলে । 
  • পীড়নকালে ভ্যাকসিন দিলে । 
  • জীবিত জীবাণু দ্বারা তৈরি ভ্যাকসিনের জীবাণুর মৃত্যু ঘটলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায় ।

 

 

Content added By
Promotion