মি. রনি একজন উদ্যোক্তা। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত কোম্পানির জুস ও চিপস কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছেন। জুস কারখানা স্থাপনের জন্য তিনি রাজশাহী ও সাতক্ষীরা দুটি জেলার কথা ভাবছেন। তবে চিপস কারখানা স্থাপনের ক্ষেত্রে তিনি হিসাব করে দেখলেন প্রতি প্যাকেট ১০ টাকা করে বছরে ১,০০,০০০ প্যাকেট বিক্রয় করতে পারলে প্রথম ৩ বছরে কোনো লাভ হবে না। ৩ বছর পর প্রকল্পটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হবে।
জনাব জাহিদের উত্তরা ও বাড্ডা এলাকায় দুইটি কনফেকশনারি স্টোর আছে। বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। কর্মীদের ছুটি প্রদানের ক্ষেত্রেও তিনি আপোষহীন। তবে তাদের ব্যক্তিগত বা পারিবারিক অসুবিধায় তিনি সবসময় পাশে থাকেন। বর্তমানে তিনি বেইলী রোডে দোকানের একটি শাখা স্থাপনের চিন্তা করছেন এবং আগের দোকানের অভিজ্ঞ দুইজন কর্মচারীকে ঐ দোকানের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।
জনাব সায়েম নিত্য নতুন মোবাইল গেইমস তৈরি করেন। তার প্রস্তুতকৃত গেমসসমূহ বাজারজাত করার জন্য তিনি APP BAZAR এর সাথে চুক্তিবদ্ধ। বাজারজাতকৃত গেমসসমূহের মূল্যের 65% তিনি APP BAZAR থেকে পেয়ে থাকেন। এছাড়া তিনি একটি বিমা কোম্পানির সাথে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৫ বছর পর দিনি হঠাৎ মৃত্যুবরণ করলে তাঁর স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাকৃত অর্থ দাবি করে।