SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - আমার বাংলা বই - শহিদ তিতুমীর | NCTB BOOK

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি ।

জেদি  পরাধীন  দাপটে  অসিচালনা  দুর্ভেদ্য  বাঁশেরকেল্লা  শায়েস্তা  অমিত  তেজ  ডনকুস্তি  মুক্তিকামী

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ।

পরাধীন  ডনকুস্তি  অসিচালনা  দুর্গ  দাপটে  দুর্গ  মুক্তিকামী

ক. তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল………………।

খ. ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ………………………।

গ. তিনি লাঠিখেলা, তীর ছোঁড়া আর……………….শিখলেন ।

ঘ. সেকালে গ্রামে গ্রামে…………………..আর শরীরচর্চার ব্যায়াম হতো ।

ঙ. শহিদ হলেন অসংখ্য………………………..বীর সৈনিক ।

চ. হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের……………………...।

 

৩. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি।

ক. ‘তিতুমীর’ নামটি কেমন করে হলো? তাঁর প্রকৃত নাম কী?

খ. এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তাঁর মনে এলো?

গ. হিন্দু-মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন?

ঘ. ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের ওপর অত্যাচার চালাত ?

ঙ. নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমীর কী তৈরি করলেন? চ. কত খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়?

ছ. কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়?

জ. তিতুমীর কীভাবে শহিদ হলেন?

ঝ. পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহিদ কে ?

 ঞ. শহিদ তিতুমীর কেন অমর হয়ে আছেন?

৪. নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি।

বাঁশেরকেল্লা  জেদি  সশস্ত্র  শায়েস্তা  প্রিয়পাত্র  দুর্ভেদ্য

৫. ঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দিই।

ক. তিতুমীরের প্রকৃত নাম কী?

১. মওলানা আবদুল হামিদ খান ভাসানী    ২. সৈয়দ মীর নিসার আলী

৩. মোঃ শামসুল হক                ৪. সৈয়দ নজরুল ইসলাম

খ.তিতুমীরের যখন জন্ম, তখন এদেশ কাদের অধীন ছিল?

১ . ফরাসিদের     ৩. ব্রিটিশদের

২. ডাচদের        ৪. পর্তুগিজদের

গ.মক্কায় কোন সংগ্রামী পুরুষ ও ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তিতুমীরের পরিচয় হয়েছিল?

১. হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে     ২ . হাফেজ নেয়ামত উল্লার সঙ্গে

৩. গোলাম মাসুদের সঙ্গে                  8. হযরত আলী (রা) এর সঙ্গে

ঘ. তিতুমীরের দুর্গের নাম কী?

১ . লাঠির কেল্লা    ২. লোহার কেল্লা

৩. বেতের কেল্লা    ৪. বাঁশের কেল্লা

ঙ. তিতুমীর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন?

১. ১৮২২    ২. ১৮৩০

৩. ১৮৩১   ৪. ১৮৩৪

চ.তিতুমীর ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন?

১. তাঁর সৈনিকদের বিশ্বাসঘাতকতার কারণে  ২. প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্র-শস্ত্রের অভাবে

৩. . সুষ্ঠু পরিকল্পনার অভাবে          ৪. অদূরদর্শিতার কারণে     

 

৬. বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

পরাধীন           স্বাধীন      বাংলাদেশ একটি স্বাধীন দেশ ।

তেতো               …….              ………………….……………...।

পরাস্ত               …….               ………………….……………...।

দুর্বল                 …….               ………………….……………...।

আনন্দ              …….               ………………….……………...।

শান্ত                  …….               ………………….……………...।

 

৭. কর্ম-অনুশীলন।

শহিদ তিতুমীরের ‘বাঁশের কেল্লা' সম্পর্কে যা জান লিখ ৷

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.