SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | NCTB BOOK

কপিরাইট আইন অনুযায়ী মৌলিক কর্মের রচিয়তা কর্মটির অনুলিপি তৈরি, প্রকাশ, পুনঃপ্রকাশ, প্রচার, অনুবাদ বা অভিযোজন (Addition) করার একচেটিয়া কর্তৃত্বের অধিকারী। যথাযথ অনুমোদন বা লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে প্রাপ্ত ক্ষমতার বাইরে যেয়ে যদি কেউ উক্ত কর্ম বা এর অংশবিশেষ উৎপাদন, পুনঃউৎপাদন, অনুবাদ বা অভিযোজন কর্ম সম্পাদন করে তবে তা কপিরাইটের লঙ্ঘন বলে ধরা হয়। এরূপ লঙ্ঘন বা ভঙ্গের পরিণতি প্রতিকার সম্পর্কে আইনে নিম্নরূপ বিধান প্রদত্ত হয়েছে :

  • দেওয়ানি প্রতিকার (Civil remedies): যে ক্ষেত্রে কোনো কর্মের কপিরাইট অথবা কপিরাইট আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে স্বত্বাধিকারী নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং অন্যান্য সকল আইনগত প্রতিকার পাওয়ার অধিকারী হবেন। তবে বিবাদি যদি প্রমাণ করতে সমর্থ হন যে, লঙ্ঘনের তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না বা কপিরাইট বিদ্যমান ছিল না মর্মে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ ছিল সেক্ষেত্রে আদালত নমনীয় কেনো প্রতিকার দিতে পারেন ।
  • ফৌজদারি প্রতিকার (Criminal remedies): যে ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরেকে কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করতে সহায়তা করেন সেক্ষেত্রে প্রথম লঙ্ঘনের ক্ষেত্রে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড এবং কমপক্ষে ৫০ হাজার ও সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন । তবে দ্বিতীয় বা পরবর্তী অপরাধের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ তিন বছর ও সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ডে এবং সর্বোচ্চ তিন লক্ষ ও সর্বনিম্ন এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। তবে ব্যবসায়ীক উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রম হিসেবে এরূপ লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হলে আদালত কম মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারে ।

তবে চলচ্চিত্রের কপিরাইট বা এতদসংশ্লিষ্ট আইনে বর্ণিত অন্য কোনো অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে বা লঙ্ঘন করতে কাউকে সহায়তা করলে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর এবং কমপক্ষে এক বছর মেয়াদে কারাদণ্ড এবং কম্পিউটার প্রোগ্রামের লঙ্ঘিত কপি অনুলিপি করে প্রকাশ, বিক্রয় বা বিতরণ করলে সেক্ষেত্রে অনুর্ধ চার বছরের কারাদণ্ড এবং অন্যুন ছয় মাসের কারাদণ্ড এবং অনুর্ধ চার লক্ষ টাকা ও অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডনীয় হবে ।

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.