SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ - প্রতিষ্ঠানের কাঠামোর ধারণা | NCTB BOOK

ইংরেজি Organization শব্দটি গ্রিক শব্দ 'Organon' থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এর অর্থ সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠন। একাধিক ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য অর্জনে নিয়মতান্ত্রিকভাবে সংঘবদ্ধ হওয়াকে সংস্থা, প্রতিষ্ঠান বা সংগঠন বলা হয়। অর্থাৎ, হিউম্যান রিসোর্সের প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত অবস্থাকে সংস্থা, সংগঠন বা প্রতিষ্ঠান বলে। এটি ঊর্ধ্বতন ও অধীনস্থদের মধ্যে সম্পর্ক নিরূপণ করে। এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো, যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয়।

চিত্র : সাংগঠনিক কাঠামো

যিনি প্রতিষ্ঠানের বিভিন্ন উপায়-উপকরণকে একত্র করে সংঘবদ্ধ ও এভাবে এই কাঠামো পুরো প্রতিষ্ঠান সম্পর্ক নির্ধারকের কাজ করেন তাকে সংগঠক বলা হয়। বিক্ষিপ্তভাবে সম্পর্কে ধারণা দেয় । পড়ে থাকা উপকরণ দ্বারা লক্ষ্য অর্জন সম্ভব নয়। এগুলোকে চিহ্নিত করে কাজের ধরন বা কাজ অনুযায়ী আলাদা করে ভাগ করতে হয়। প্রতিটি কাজে নিয়োজিত কর্মীদের কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়। এভাবে লক্ষ্য অর্জনে নিয়োজিত ব্যক্তিরা প্রতিষ্ঠান বা সংগঠনের রূপ লাভ করে। এ ধরনের কর্মীই হলো সংগঠনের মূল চালিকাশক্তি।

▪️জেনে রাখো

সংস্থা বা সংগঠন সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন—

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড কুঞ্জ এবং সিরিল জে. ও'ডোনেল (Prof. Harold Koontz and Cyril J. O'Donnell) এর ভাষায়, 'Organization is a structural relationship by which an enterprise is bound together and the framework in which individual efforts is coordinated.' অর্থাৎ, 'সংস্থা বা সংগঠন হলো সম্পর্কের এমন এক কাঠামো, যার সাহায্যে একটি প্রতিষ্ঠানের শক্তিগুলো একত্র হয় এবং যে কাঠামোর মধ্যে ব্যক্তিগত প্রচেষ্টা সমন্বিত হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকি ডব্লিউ. গ্রিফিন ( Ricky W. Griffin) এর মতে, 'Organization is a group of people working together in structured and coordinated fashion to achieve a set of goals.' অর্থাৎ, 'সংগঠন বলতে একগুচ্ছ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দলবদ্ধ লোক একসাথে কাঠামোগত ও সমন্বিত উপায়ে কাজ করাকে বোঝায়।"

অতএব, নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তির সংঘবদ্ধতা এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করার কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপকে সংগঠন বলে।

Content added || updated By
Promotion