SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

কার এয়ার কন্ডিশনার সিস্টেমের কর্মক্ষমতা যাচাই করার জন্য ব্যবহৃত বিশেষ টুলস ও ইকুইপমেন্টস সম্পর্কে জেনে নেই।

এ্যাভো মিটার (AVO Meter) 

লাইন বা লোডের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স মাপার জন্য ব্যবহার করা হয় ।

কুইক কাপলার কানেকটর (Quick Coupler Connector) 

কার এসির সার্ভিস পোর্ট এবং আর ১৩৪-এ এর হোস পাইপ সংযোগ করার জন্য কুইক কাপলার কানেকটর ব্যবহৃত হয় ।

মেনিফোল্ড গেজ এ্যাডাপটার (Manifold Gauge Adapter) 

নির্দিষ্ট কোন রেফ্রিজারেন্টের জন্য বিশেষ ব্রান্ডের হোস পাইপ মেনিফোল্ডে লাগানোর জন্য এই মেনিফোল্ড পেজ এ্যাডাপটার ব্যবহার করা হয় ।

চিত্র ৩.৪: মেনিকোল্ড গেজ এ্যাডাপ্টর

ইনফ্রারেড টেম্পারেচার মিটার (Infrared Temperature Meter) 

ইনফ্রারেড টেম্পারেচার মিটার দূরবর্তী স্থান থেকে ডিজিটালি তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয়।

চিত্র ৩.৫ ইনফ্রারেড টেম্পারেচার মিটার

গেজ মেনিফোল্ড সেট (Gauge Manifold Set) 

রেফ্রিজারেশন সিস্টেমের ভেতরের রেফ্রিজারেন্ট চাপ পরিমাপ করার জন্য গেজ মেনিফোল্ড সেট ব্যবহার করা হয়।

ম্যালেট (Malet) 

সূক্ষ্ণ যন্ত্রাংশ খোলা/ সেটিং কাজে আঘাত করতে ম্যালেট ব্যবহার করা হয় যাতে কোন ধরণের স্পট না পরে ।

ট্রে (Tray)

মেশিনের যন্ত্রাংশ রাখা এবং সার্ভিস অয়েল দিয়ে পরিষ্কার করার কাজ ট্রে ব্যবহার করা হয়।

স্পেনার সেট (Spanner Set) 

মেশিনের বিভিন্ন মাপের নাট বোল্ট খোলা এবং লাগানোর কাজে স্পেনার সেট ব্যবহার করা হয়।

স্ক্রু ড্রাইভার (Screw Driver) 

মেশিনের বিভিন্ন ধরনের স্ক্রু খোলা এবং লাগানোর কাজে স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় ।

ক্লাচ হোল্ডিং টুলস (Clach Holding Tools) 

কার এসির কম্প্রেসর থেকে ক্লাচ প্লেট খোলার জন্য ক্লাচ হোল্ডিং টুলস ব্যবহার করা হয় ।

 

শ্রেণির তাত্ত্বিক কাজ ১ 

নিচের ছকের টুলস্ ইকুইপমেন্টের ছবিগুলির নাম ও ব্যবহার লিপিবদ্ধ করি।

 

 

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.