SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - NCTB BOOK

ঘ) জাতির পিতার শৈশব নিয়ে ৫টি বাক্য লিখি-আমাদের জাতির পিতা

১ ) জাতির পিতার শৈশব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শেখ লুৎফর রহমান; মায়ের নাম শেখ সায়েরা খাতুন। তাঁর ডাকনাম খোকা। মা-বাবার অনেক আদরের ছিলেন খোকা। টুঙ্গিপাড়ার বিস্তীর্ণ মাঠ, গাছপালা, খাল-বিল, পাখপাখালি ও নদীর সংস্পর্শে খোকার বেড়ে ওঠা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। তখন তাঁর বয়স সাত বছর। এ বিদ্যালয়ে পড়াশোনা চলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরবর্তী কালে বাবা তাঁকে নিজ কর্মস্থলের গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণিতে ভর্তি করান। শেখ মুজিবুর রহমান সপ্তম শ্রেণিতে পড়াকালীন বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কিছুদিনের জন্য তাঁর লেখাপড়া বন্ধ রাখতে হয়েছিল।

শৈশবকাল থেকেই শেখ মুজিবুর রহমান ছিলেন দুরন্ত। দল বেঁধে নদীতে ঝাঁপ দেয়া এবং মাঠে খেলা করা ছিল তাঁর খুব পছন্দের কাজ। তিনি খেলতেন, গাইতেনও। তাঁর প্রিয় খেলা ছিল ফুটবল। তিনি নিজে ভালো ফুটবল খেলতেন। স্কুলে নিজের ফুটবল খেলার দলও ছিল। তিনি ছোটোবেলা থেকেই এ দেশের মানুষকে খুব ভালোবাসতেন।

এ দেশের মানুষের মুক্তিতে তাঁর অবদানের জন্য জনগণ ভালোবেসে তাঁকে উপাধি দেন 'বঙ্গবন্ধু'। সেই থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ক) নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি-

শেখ মুজিবুর রহমানের ডাক নামফুটবল
গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিচতুর্থ শ্রেণি
বেরিবেরি রোগের কারণেপ্রথম শ্রেণি
গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তিভলিবল
বঙ্গবন্ধুর প্রিয় খেলাখোকা
 লেখাপড়া কিছুকাল বন্ধ

খ) বাম পাশের বিষয় অনুযায়ী ডান পাশের খালি ঘরে তথ্য সংযোজন করি-

১৯২০ সাল 
সাত বছর বয়স 
জন্মস্থান 
চতুর্থ শ্রেণিতে ভর্তি 
উপাধি 

ঘ) জাতির পিতার শৈশব নিয়ে ৫টি বাক্য লিখি-

১.  . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . .

২.  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

৩.  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

8.  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

৫ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

২ জাতির পিতার মানবিক গুণাবলি

০১

সহপাঠী ও গ্রামের সমবয়সিদের সাথে তাঁর খুব বন্ধুত্ব ছিল। যে কোনো কাজ ও খেলাধুলা সকলে মিলেমিশে করতেন।

০২

বন্ধু বৃষ্টিতে ভিজে স্কুলে যায় দেখে নিজের ছাতা দিয়ে দিলেন।

০৩

এক বন্ধুর ঘরে খাবার ছিল না। তাকে সাহায্য করতে হবে। মাকে বলে ঘর থেকে চাল নিয়ে বন্ধুকে দিলেন।

০৪

শীতে খুব কষ্ট হচ্ছে দেখে এক বৃদ্ধকে নিজের চাদর দিয়ে দিলেন।

০৫

শালিক, ময়না পুষতেন, তাদেরকে কথা বলা ও শিস দেয়া শেখাতেন।

আমরা কি জানি উপরের বর্ণনাগুলো কার জীবনের? তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তিনি ভালোবাসতেন বাংলার প্রকৃতি ও মানুষকে। তাইতো তিনি বাংলার মানুষের বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ক) শিশু শেখ মুজিবুর রহমানের এ আচরণগুলোর ফলে মানুষের কী উপকার হয়েছিল? বর্ণনা অনুযায়ী লিখি-

ক্রমিক নং

উপকার

০১ 
০২ 
০৩ 
08 
০৫ 

 

Content added By
Promotion