SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - পরোপকার ও শ্রদ্ধাবোধ | NCTB BOOK

 

 

পাঠ: ১

পরোপকার কী

 

উপকার অর্থ ভালো কিছু করা। 'পরোপকার' বলতে আমরা বুঝি অন্যের উপকার করা। একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসা। নানাভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি। সুমার বন্ধু রুমা ক্লাসে পেনসিল আনেনি। সে লিখবে কী করে? সুমা তাকে একটি পেনসিল দিয়ে সাহায্য করলো। একেই বলে পরোপকার। অন্যের জন্য ভালো কিছু বা উপকার করার মনোভাব থাকা প্রয়োজন। আমরা শুধু নিজের কথা ভাববো না। যতটা সম্ভব আমরা মানুষের প্রয়োজন ও বিপদের সময় এগিয়ে আসবো।

পবিত্র বাইবেলে বর্ণিত দয়ালু শমরীয়'র গল্পটি পরোপকারের একটি চমৎকার উদাহরণ

(লুক ১০:২৫-৩৭ পদ)

 

একবার একজন ধর্ম-শিক্ষক যীশুর কাছে আসলেন। যীশুকে পরীক্ষা করবার জন্য সেই শিক্ষক বললেন, "গুরু, কী করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো?"

 

যীশু শিক্ষা দিচ্ছেন-

 

যীশু তাঁকে বললেন," মোশীর আইন-কানুনে কী লেখা আছে? সেখানে কী পড়েছেন?"

সেই ধর্ম-শিক্ষক যীশুকে উত্তর দিলেন, "তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে; আর তোমার প্রতিবেশীকে নিজের মত ভালোবাসবে।” যীশু তাকে বললেন, "আপনি ঠিক উত্তর দিয়েছেন। যদি আপনি তা করতে থাকেন তবে জীবন পাবেন।" সেই শিক্ষক নিজের সম্মান রক্ষা করবার জন্য যীশুকে বললো, আচ্ছা আমার প্রতিবেশী কে?

যীশু উত্তর দিলেন, "একজন লোক যিরূশালেম থেকে যিরিহো শহরের যাবার সময় ডাকাতদের হাতে পড়লো। তারা লোকটির কাপড় খুলে ফেললো এবং তাকে মেরে আধমরা করে রেখে গেলো।

পুরোহিত ও লেবীয়

একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে একজন লেবীয় সেই জায়গায় আসলো এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেলো।

দয়ালু লোকটি

তারপর শমরীয় প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ঐ লোকটির কাছাকাছি আসলো। তাকে দেখে তার মমতা হলো। লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙ্গুর-রস ঢেলে দিয়ে বেঁধে দিলো। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটা পান্থশালায় নিয়ে গিয়ে তার সেবা-যত্ন করলো। পরের দিন সেই শমরীয় দু'টা দীনার বের করে পান্থশালার মালিককে গিয়ে বললো, 'এই লোকটিকে যত্ন করবেন। যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব।" শেষে যীশু বললেন, "এখন আপনার কী মনে হয়? এই তিন জনের মধ্যে কে সেই ডাকাতের হাতে পড়া লোকটির প্রতিবেশী? সেই ধর্ম-শিক্ষক বললেন," যে তাকে সেবা-যত্ন করলো সেই লোক।" তখন যীশু তাকে বললেন, "তাহলে আপনিও গিয়ে সেই রকম করুন।"

 

ক) ভেবে সঠিক স্থানে টিক (✓) চিহ্ন দেই। 
 

i) এই গল্পে কে সত্যিকারের পরোপকারী? পুরোহিত/ লেবীয়/ শমরীয় লোকটি 

ii) মানুষকে উপকার করতে হলে হৃদয়ে কী থাকতে হবে? ভালোবাসা/ কোমলতা/ সহনশীলতা 

iii) ১ম ও ২য় লোকের দুইজনের ব্যবহার কেমন ছিলো? এড়িয়ে যাওয়া/নিষ্ঠুরতা/ দায়িত্বহীনতা 

iv) শমরীয় লোকটির কোন কাজের জন্য তাকে পরোপকারী বলা যায়? সেবা-যত্ন/ টাকা-পয়সা দান/দয়া দেখানো

 

খ) নিজের মতো লিখি।

 

তুমি কীভাবে অন্যের উপকার করতে পারো?

গ) আরো কিছু করি।

এ পাঠে শিখলাম

-  শমরীয় লোকটি কীভাবে ডাকাতের হাতে পড়া অপরিচিত লোকটির সেবা-যত্ন ও উপকার করলো।

Content added By

Promotion