নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার | NCTB BOOK

সংক্ষিপ্ত প্রশ্ন :
১. এইডস আক্রান্ত হওয়ার কারণ কী?
২. কীভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে?
৩. ‘সামাজিক মূল্যবোধের অবক্ষয়' ধারণাটি ব্যাখ্যা কর।
৪. পাচারকৃত নারী ও শিশু কীভাবে সহিংসতার শিকার হয়ে থাকে ?
৫. ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সেবাগ্রহীতার দাপ্তরিক ফাইল আটকানোকে দুর্নীতি বলা হয় কেন?

বর্ণনামূলক প্রশ্ন :
১. ‘সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মূল কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন।'—কথাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
২. ‘সামাজিক নৈরাজ্য ও মূল্যাবোধের অবক্ষয় পরস্পর সম্পর্কিত ধারণা।'- দৃষ্টান্তসহ ব্যাখ্যা কর।
৩. ‘যৌন হয়রানি ও মনগড়া ফতোয়া' নারীর প্রতি বর্বর ও পৈশাচিক সহিংসতা কেন? ব্যাখ্যা কর। ৪. ‘উপার্জনক্ষম ব্যক্তিই সড়ক দুর্ঘটনার অধিক শিকার।'- কথাটি যুক্তি দিয়ে ব্যাখ্যা কর।
৫. ‘পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে জঙ্গিরা অপরাধী।'- কথাটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে লেখ ।

সৃজনশীল প্রশ্ন :                                                                                                                       ১।   রিমির বাবা চাকরির উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। চাকরিরত অবস্থায় সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করলে দেশে ফিরে আসেন এবং দুই সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর ছয় মাস পর তার মাও অসুস্থ হয়ে পড়েন। ‘নির্মল হাসি' নামক উন্নয়ন সংস্থার সহায়তায় চিকিৎসা শুরু করলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে এইডস রোগে আক্রান্ত বলে নিশ্চিত করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরিবারটি এখন বহুমুখী সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যা প্রতিরোধে ‘নির্মল হাসি’ রিমির পরিবারের পাশে এসে দাঁড়ায় ৷
ক. এইচআইভি কী ?
খ. এইডস রোগ ছড়ানোর একটি উপায় ব্যাখ্যা কর।
গ. ডাক্তার কীভাবে নিশ্চিত হলেন যে, রিমির মা এইডস দ্বারা আক্রান্ত হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. রিমির পরিবারের সমস্যা মোকাবিলায় নির্মল হাসি সংস্থার গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।

২।   সাম্প্রতিক সময়ে 'ক' দেশের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রার্থনারত কিছু মানুষকে হত্যা করা হয়। হত্যার পর দায়ভার স্বীকার করে একটি বিশেষ গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রদান করে। বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে তারা তাদের আদর্শের কিছু মৌলিক বিষয় উল্লেখ করে।
ক. . সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কী?
খ. মূল্যবোধের অবক্ষয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনায় কোন সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে উক্ত সমস্যার প্রভাব মূল্যায়ন কর।

                                                                সমাপ্ত

Content added By

Promotion

Promotion