SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - তৃতীয় ভাগঃ তৃতীয়ঃ | NCTB BOOK

কাউকে কোন কার্যে নিযুক্ত করাকে প্রেরণ বলে। প্রেরণ অর্থে ধাতুর উত্তর পিছ হয়। পিছ এর ই ধাতুর সাথে যুক্ত হয়। ফলে ধাতুটি নতুন রূপ পরিগ্রহ করে। 'গম' একটি ধাতু। এর সঙ্গে পিছ যুক্ত হয়ে ধাতুটি হয় 'গামি' (√গম্ +ই)। আবার 'পঠ একটি ধাতু। এর সঙ্গে পি যুক্ত হয়ে ধাতুটি হয় 'পঠি' (পঠ + ই)।

নিজ ধাতু উত্তরপদী। জিন্ত ক্রিয়ার ক্ষেত্রে একজন বস্তুত কাজ করে এবং অপর ব্যক্তি তাকে সেই কাজে প্রবৃত্ত করায়। যে অন্যকে কাজে প্রবর্তিত করে, সে প্রযোজক কর্তা, আর যে অন্যের প্রেরণায় কাজে প্রবৃত্ত হয়, সে প্রযোজ্য কর্তা, যেমন- মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন- এই বাক্যে মায়ের প্রেরণায় পুত্র চাঁদ দেখার কার্যে প্রবর্তিত হচ্ছে। সুতরাং 'মা' প্রযোজক কর্তা এবং 'পুত্র' প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তার অন্য নাম হেতুকর্তা। প্রযোজক কর্তায় প্রথমা ও প্রযোজ্য কর্তায় সাধারণত তৃতীয়া বিভক্তি হয়; যেমন- প্রভুর পাচকেন অনুং পাচয়তি -প্রভু পাচকের দ্বারা অম্ল পাক করাচ্ছেন। এখানে 'প্রভু' প্রযোজক কর্তা। তাই 'প্রভু' শব্দের সঙ্গে প্রথমা বিভক্তি হয়েছে। 'পাচক' প্রযোজ্য কর্তা। তাই 'পাচক' শব্দের সঙ্গে যুক্ত হয়েছে তৃতীয়া বিভক্তি।

কতিপয় ণিজন্ত ধাতুরূপের আদর্শ

পিজন্ত ধাতুর রূপ

(লট এর প্রথম পুরুষের একবচন)

আনয়তি (খাওয়ায়)

কারয়তি (করার)

অনু (খাওয়া)

কৃ (করা)

আদি

কারি

আপি

গम (যাওয়া)

গময়তি (যাওয়ায়)

আপয়তি (জানায়)

পা (পান করা) লিখ (লেখা)

শী (শরণ করা)

শু (শ্রবণ করা)

হন (হত্যা করা)

পায়য়তি (পান করায়)

লেখয়তি (লেখায়)

শায়য়তি (শোয়ায়)

পাখি লেখি

শায়ি

তাবি

শ্রাবয়তি (শ্রবণ করায়)

ঘাতয়তি (হত্যা করায়)

কয়েকটি ধাতুর উত্তর পিচ যোগ করলে একাধিক রূপ হয় এবং তাদের অর্থের পার্থক্য থাকে; যেমন-

চলয়তি (কম্পিত করে)- বায়ুঃ বৃক্ষশাখাং চলয়তি-বায়ু বৃক্ষশাখা কম্পিত করে। চালয়তি (বিকৃত করে)- লোভঃ মতিং চালতি লোভ বুদ্ধি বিকৃত করে।

আপয়তি (হত্যা করে)- রাজা শত্রুং জপয়তি- রাজা শত্রুকে হত্যা করেন।

দূষয়তি(খারাপ করে)- বর্ষাঃ জলং দূষয়ন্তি – বর্ষা জল খারাপ করে।

দোষয়তি (চিত্তবিকার জন্মায়)-লোডঃ চিত্তং দোষয়তি-লোভ চিত্তবিকার জন্মায়।

নাটয়তি (নাচায়)- স হিংসান অপি নাটয়তি- সে হিংস্র জন্তুদেরও নাচায়। নাটয়তি (অভিনয় করে)- রাজা শরসস্থানং নাটয়তি- রাজা তীর নিক্ষেপের অভিনয় করেন।

ভায়য়তি (অন্য কিছুর সাহায্যে ভয় দেখায়) স বালকং দণ্ডেন ভারয়তি সে লাঠির সাহায্যে

বালকটিকে ভয় দেখায়।

ভীষয়তে/ভাপয়তে (নিজে ভয় দেখায়)- ব্যাঘ্রঃ তং তীয়তে ভাপয়তে ব্যাঘ্র তাকে ভয় দেখায়।

Content added By
Promotion