এসএসসি(ভোকেশনাল) -
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ -
প্রথম পত্র (নবম শ্রেণি) |
| NCTB BOOK
19
19
১.১.১ OSH (Occupational Safety and Health)
পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি (Occupational Safety and Health - OSH) বলতে বোঝায় কর্মক্ষেত্রে অর্থাৎ পেশাগত কর্ম সম্পাদনের সময় ব্যক্তিগত স্বাস্থ্য, মেশিন, ইকুইপমেন্ট ও সম্পদের নিরাপত্তা বিধান করা ।
OSH নীতিমালা-
ওয়ার্ক শপে প্রশিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনব এবং তার নির্দেশনা মেনে চলব
কাজের সময় এ্যাপ্রোন পরিধান করব
প্রয়োজন অনুযায়ী জুতা, রাবার গ্লাভস, মাস্ক এবং গগল্স পরিধান করব