জনাব হাফিজুর রহমান একজন ধনী ব্যবসায়ী। তিনি অসহায় দরিদ্রদের দান-সাদকা করে থাকেন। তিনি মনে করেন যাকাতের মাধ্যমে যেহেতু দরিদ্রদের সাহায্য করা হয়, সেহেতু দান-সাদকার মাধ্যমে সাহায্য করছি। সুতরাং তার আলাদাভাবে যাকাত দেওয়ার প্রয়োজন নেই ।
এক্ষেত্রে জনাব হাফিজুর রহমানের কর্তব্য হলো-
i. তিনি বিধি মোতাবেক যাকাত আদায় করবেন
ii. যাকাতের মাসারিফ জেনে যাকাত আদায় করবেন
iii. বেশি বেশি দান খয়রাত করবেন
নিচের কোনটি সঠিক?