উদ্দীপক-১:
কার্ড পাই খেতে যাই
চমচম ও মিষ্টি;
খাওয়া শেষে হেসে হেসে
হাতেও দেয় লিস্টি?
উদ্দীপক-২:
পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে
সুখ পাখিরা আসুক ঘরে, দুঃখ পালাক দূরে।
ভালোবাসার আলো খেয়ে নতুন দিনের মতো
যাক মুছে যাক কূট চেতনা মন কালিমা যতো।
নয়া উপনিবেশবাদী বলতে লেখক পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে বুঝিয়েছেন।
বাংলা নববর্ষ উদ্যাপন বিষয়ে পাকিস্তানি শাসকবর্গের মনোভাব ছিল নেতিবাচক। পূর্ববাংলার মানুষের প্রধান উৎসবের একটি ছিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। অথচ এই উৎসব সম্পর্কে পশ্চিম পাকিস্তানি শাসকরা বিরূপ মনোভাব প্রদর্শন করেছিল। অন্যদিকে এ অঞ্চলের শিক্ষিত সচেতন মানুষ প্রতিবাদী মনোভাব নিয়ে নিরপেক্ষভাবে পরম উৎসাহ নিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে। নেতিবাচক মনোভাবের কারণে পাকিস্তানি শাসকবর্গকে লেখক নয়া উপনিবেশবাদী বলেছেন।