Academy

ড. নিজাম মনোবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে অনুবীক্ষণ যন্ত্রে এক ধরনের সূত্রাকৃতির গঠন দেখিয়ে বললেন এগুলো মাইটোসিসের একটি পর্যায়ে বিভিন্ন আকার ধারণ করে।"

সকল ট্রাকশন তত্ত্বই স্পিন্ডল তত্ত্ব কিন্তু সকল স্পিন্ডল তত্ত্বই ট্রাকশন তত্ত্ব নয়- ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

কোষ বিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ে কতকগুলো স্পিন্ডল তন্তুর সমন্বয়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কোষ বিভাজনের এ পর্যায়ে ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ারের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এই তন্তুগুলোকে তখন বলা হয় ট্রাকশন তত্ত্ব। সুতরাং ট্রাকশন তন্তু মূলত স্পিন্ডল তন্তু, কিন্তু যে সকল স্পিন্ডল তন্তুর সঙ্গে ক্রোমোসোম যুক্ত হয় না তাদের ট্রাকশন তন্তু বলা যায় না। এ কারণেই বলা যায় যে, সকল ট্রাকশন তন্তুই স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তুই ট্রাকশন তন্তু নয়।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion