Academy

ড. নিজাম মনোবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে অনুবীক্ষণ যন্ত্রে এক ধরনের সূত্রাকৃতির গঠন দেখিয়ে বললেন এগুলো মাইটোসিসের একটি পর্যায়ে বিভিন্ন আকার ধারণ করে।"

উদ্দীপকের নির্দেশিত পর্যায়টি চিত্রসহ ব্যাখ্যা করো (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

উদ্দীপকে উল্লিখিত ধাপটি হলো অ্যানাফেজ। এ ধাপে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। ক্রোমোজোমগুলো এ ধাপে বিভক্ত হয়ে বিভিন্ন আকার ধারণ করে। নিচে চিত্রসহ অ্যানাফেজ ধাপটি ব্যাখ্যা করা হলো-

অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমোটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোসোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোসোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অপত্য ক্রোমোসোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। এ পর্যায়ের শেষ দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion