উচ্চ শ্রেণির জীবের দৈহিক বৃদ্ধি পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনের এক পর্যায়ে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। সাথে একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়।
ট্রাকশন তত্ত্ব বলতে কী বোঝায়?
(অনুধাবন)
Created: 4 months ago |
Updated: 4 months ago
Updated: 4 months ago
মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন তন্তু। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত থাকে বলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলা হয়।