উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজন হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। নিচে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-
- মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে হয়ে থাকে অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে হয়।।
- মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে অপরদিকে, মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
- মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
- মাইটোসিস কোষ বিভাজনে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে পক্ষান্তরে মিয়োসিস কোষ বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়,।-
- মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয় না কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয়।