Academy

আজমল স্যার ব্যবহারিক ক্লাসে অণুবীক্ষণ যন্ত্রে কোষ বিভাজনের একটি ধাপ দেখিয়ে বললেন, এটি জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজন ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজন হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। নিচে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-

  • মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে হয়ে থাকে অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে হয়।।
  • মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে অপরদিকে, মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
  • মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
  • মাইটোসিস কোষ বিভাজনে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে পক্ষান্তরে মিয়োসিস কোষ বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়,।-
  • মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয় না কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয়।
3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion