উদ্দীপকে উল্লিখিত P ধাপ হলো প্রোফেজ এবং Ⅰ ধাপটি হলো টেলোফেজ। এদের মধ্যে বৈসাদৃশ্যগুলো বিশ্লেষণ করা হলো-
১.প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়, কিন্তু টেলোফেজ মাইটোসিসের শেষ পর্যায়।
২. প্রোফেজে পানি হ্রাস পেতে থাকে, অপরদিকে টেলোফেজ পর্যায়ে পানি যোজন ঘটে।
৩. প্রোফেজে ক্রোমোসোমগুলো সংকুচিত হয়ে মোটা ও খাটো হয়, অন্যদিকে টেলোফেজে ক্রোমোসোেমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে।
৪. প্রোফেজে প্রতিটি ক্রোমোসোেম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুইভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু টেলোফেজে এরকম ঘটে না।
৫. প্রোফেজে ক্রোমোসোেমগুলো কুণ্ডলীত অবস্থায় থাকে, অপরদিকে, টেলোফেজে কুণ্ডলীত অবস্থায় থাকে না। ছড়ানো অস্থায় থাকে।
৬. প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয়, অপরদিকে টেলোফেজে নিউক্লিয়াসের পুনঃআবির্ভাব ঘটে।