২০১৭ জানুয়ারি মাসে ‘চয়ন ব্রাদার্স’-এর ব্যবসায়ে নিম্মোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
জানুয়ারি ০১ ব্যবাসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা
জানুয়ারি ০২ ১৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো ।।
জানুয়ারি ০৭ ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা ।
জানুয়ারি ১০ নগদে মনিহারি ক্রয় ২,২০০ টাকা।
জানুয়ারি ১২ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২,০০০ টাকা ।
জানুয়ারি ২০ সুমনা ট্রেডার্সে নিকট হতে ৩০,০০০ টাকা পাওয়া গেল ।
জানুয়ারি ২৫ বিজ্ঞাপন বাবদ পরিশোধ ১,৫০০ টাকা
মানুষ সুপ্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাবব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ঐ ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।
এই অধ্যায় শেষে আমরা-