Academy

‘রাহা এন্ড ব্রাদার্স' নামে ব্যবসায় প্রতিষ্ঠানের জুন, ২০১৭ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ :

ব্যবসায়ের মূলধন আনয়ন ২,৫০,০০০ টাকা
পণ্য ক্রয় ৭,০০,০০০ টাকা
বাট্টা প্রাপ্তি ৫,৭০০ টাকা
বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ৪,০০,০০০ টাকা
বিনিয়োগের সুদ প্রাপ্তি (২০১৬ সালের ৫০%) ৪০,০০০ টাকা
আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ৪,৫০০ টাকা
আমদানি শুল্ক পরিশোধ ৫,০০০ টাকা

ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় ৭৫,০০০ টাকা
ব্যাংক হতে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা
পণ্য বিক্রয় ৭,৩০,০০০ টাকা
বিমা সেলামি ৭,৫০০ টাকা
শিক্ষানবিশ সেলামি (যার ৭৫% টাকা গত বছরের ) ৪০,০০০ টাকা
পুরাতন কম্পিউটার বিক্রয় ১০,০০০ টাকা
ঋণের সুদ প্রদান ৫,০০০ টাকা

মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, যা সকলেই আশা করে। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায়ের লাভ-ক্ষতি ও সার্বিক অবস্থা জানাও প্রয়োজন। কিছু লেনদেন এমন, যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেন এমন, যাদের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। এই অবস্থা বিবেচনা করেই লেনদেনসমূহকে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। লেনদেনসমূহ সঠিকভাবে বিভক্তকরণের উপরই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা নির্ভর করে। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাববিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা বর্ণনা করতে পারব।
  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারব।
  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা বুঝতে পারব।
  • লাভ-ক্ষতি পরিমাপ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনসমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারব। 
Content added By

Related Question

View More

ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ ;

ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ঋণ    ৪০,০০০/-

আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ।    ৪৫,০০০/-

                     ‌                           -------

                 মোট                         ৯৫,০০০/-

Promotion