খলিফা আলী (রা.) এবং সিরিয়ার গভর্নর মুয়াবিয়া (রা.) এর মধ্যে বিভিন্ন কারণে মতানৈক্যের ফলে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আলী (রা.) এর বাহিনীর বিজয়ের সম্ভাবনা দেখা দিলে মুয়াবিয়া (রা.) এর প্রতিনিধি আমর ইবনে আল-আস এর কূটনৈতিক চালে আলী (রা.) যুদ্ধ বন্ধ করেন। এর ফলে আলী (রা.) খিলাফত হারান ।