Academy

২। জরিফা বেগম সারা দিনকাজের পর গৃহে ফিরেআসেন। তিনি তার শোয়ারঘরে ঢুকে সব সময়ক্লান্ত বোধ করেন। খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি সবকিছুর অবস্থান এমনভাবে রয়েছে যে, ঘরটি কোনোভাবেইতাকে আকর্ষণ করে না। তারবোন বেড়াতে এসে বসার ঘরেঢোকে এবং কিছু সময়পর শোবার ঘরে এসে তাকেআসবাব বিন্যাসের শিল্পনীতি সম্পর্কে ধারণা দেন ।

গ. মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাবকীভাবে বিন্যাস করতে পারেন— ব্যাখ্যাকর ।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

গৃহের অভ্যন্তরীণ সজ্জা

আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র আর গৃহকে মনোরম আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। এই ক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী কমদামি জিনিস দিয়েও গৃহ সজ্জা করে রুচি শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। গৃহকে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে। আর গৃহের সুখ স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করেই সামাজিক উন্নতির বিকাশ ঘটে।

Content added By
Promotion