or
Don't have an account? Register
অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল,
শিমুল তুলোর মতো সোনা-রূপা ছড়াল বাতাস।
ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না।
কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি,
স্বাধীনতা দেখি ।
তবে কি আমার ভাই আজ ঐ স্বাধীন পতাকা?