দখলদার 'ক' রাষ্ট্রের বাহিনী বিভিন্ন অজুহাতে প্রায়ই 'খ' রাষ্ট্রের ওপর আক্রমণ চালায়। "থ" রাষ্ট্রের জনগণ 'ক' রাষ্ট্রের আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়। 'খ' রাষ্ট্রের জনগণ অন্য কয়েকটি রাষ্ট্রের সহযোগিতায় তাদের রাষ্ট্রের একাংশে একটি আশ্রিত রাষ্ট্র গড়ে তোলে। ফলে 'খ' রাষ্ট্রের অধিকাংশ অংশ 'ক' রাষ্ট্রের দখলে চলে যায়।